চুয়াডাঙ্গার কুলচারায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

বর্তমান সরকার সারাদেশে বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন করছে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুলচারা গ্রামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কুলচারার জয়বাংলা মোড়ে এ মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কোদাল দিয়ে মাটি কেটে বায়তুল আরকান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, স্থানীয়দের উদ্যোগের ফলে কুলচারা গ্রামের জয়বাংলা মোড়ে মসজিদটি নির্মাণ হতে যাচ্ছে। নির্মাণের পর এলাকার মুসল্লীরা এই মসজিদে নামাজ আদায় করবেন। মসজিদের জমিদাতাসহ মসজিদটি নির্মাণে যারা সহযোগিতা করেছেন যারা পরিশ্রম করেছেন তারা অবশ্যই সওয়াবের কাজ করেছেন। মহান আল্লাহতায়ালা নিশ্চয়ই তাদের কাজের ফল দেবেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার সারাদেশে বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। এখনও করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশে সরকারের নিজস্ব অর্থায়নে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হচ্ছে। চুয়াডাঙ্গার চার উপজেলায়ও এই মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজও বেশ খানিক এগিয়েছে। পরিশেষে তিনি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলাচল করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জোয়ার্দ্দার আব্দার, মসজিদের জমিদাতা মো. ইদ্রিস আলী, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুল হক পচা, সাধারণ সম্পাদক এনামুল হক, মসজিদ কমিটির সভাপতি শান্তি জোয়ার্দ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More