চুয়াডাঙ্গার তিতুদহে অসহায় অসুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক সামাজিক উন্নয়নে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রণী ভূমিকা রাখছে

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে অসহায় অসুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদের হল সম্মেলন কক্ষে অসহায় অসুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করে মানবতার জন্য সংগঠন। মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার জন্য সংগঠন একটি পরিবেশবাদী সংগঠন। এরা দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলাব্যাপী কাজ করে যাচ্ছে। তাছাড়া এরা অসহায়ের পাশে দাঁড়ায়। তাদের মতো মানুষ আছে বলেই তো অসহায় মানুষগুলো শক্তি পায়। সমাজের সকলে এই সংগঠনের পাশে দাঁড়াবেন। আমরাও এই সংগঠনের পাশে আছি এবং এদের উত্তর উত্তর সফলতা কামনা করি। সামাজিক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের সভাপতি প্রভাষক আহসান হাবীব বলেন, আমরা আজ আনন্দিত, আমাদের কার্যক্রমে সম্মানিত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাশে পেয়েছি। আমরা চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার। আমরা ধন্যবাদ জানায় যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন। সম্পাদক শাহিন সরকার বলেন, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা চেষ্টা করি একজন অসহায়ের পাশে থেকে কিছুটা কষ্ট লাঘব করার। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর সহকারী কমিশনার (ভূমি) আশীষ মোমতাজ, তিতুদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল আওয়াল। অনুষ্ঠানে ২ জনকে টিনের দোচালা বাড়ি, একজনকে এক লাখ টাকার ডিপিএস, একজনকে একটি বকনা গরু, একজনকে দুটি ছাগল, দুজনকে নগদ অর্থ, একজনকে হুইল চেয়ার ও একজনকে দুই মাসের খাবার দেয়া হয়। এ সময় সংগঠনের সদস্য মান্নান, সুলতান, মামুন, সাহাবুল, নিরব, রিয়াজদ্দিন, ঝন্টু, রাকিবুল, সেলিম, সতেজ,মঞ্জুর, আকরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More