চুয়াডাঙ্গার তিতুদহ ও গড়াইটুপিতে ঈদ উপলক্ষে ত্রাণ ও ভিজিএফ’র নগদ অর্র্থ বিতরণ কালে আলী আজগার টগর

ঈদের আনন্দ প্রতিটিঘরে পৌছে দিতেই সরকারের এ মহতী উদ্যোগ

বেগমপুর প্রতিনিধি : আর কয়েক দিন পরই ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতিবছরের ন্যায় চালের পরিবর্তে এবছর সরকার গরিব ও দুস্থদের মধ্যে ত্রাণ ও ভিজিএফ’র নগদ অর্থ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের ভিজিএফ কার্ডধারি ব্যাক্তি ও পরিবারের মধ্যে ১০ কেজি চালের পরিবর্তে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠন দু’টিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য উন্নয়নের রূপকার জনমানুষের নেতা হাজি আলী আজগার টগর এমপি। তিতুদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বার্হী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান এবং গড়াইটুপি ইউনিয়ন পরিষদের অনুষ্ঠনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। প্রধান অতিথি আলী আজগার টগর বলেন, সরকারের ধারাবাহিকতার ফলে দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে এবং জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটছে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়াই সরকারের লক্ষ্য। সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা। জাতির পিতা শোষিত ও বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দেশকে স্বাধীন করেছিলেন এবং তিনিও এ লক্ষ্যে কাজও শুরু করে ছিলেন। তিনি আজ বেঁচে নেই। তারই যোগ্য উত্তরসুড়ি জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল রাষ্টে পরিণত করতে নিরলশ ভাবে কাজ করছেন। তাই তো ঈদের আনন্দ প্রতিটি গরিব ও সুস্থপরিবারে ঘরে পৌছে দিতে আজকের এ্ই উদ্যোগ। সরকার শুধু ভিজিএফ নয় গৃহহীনদের গৃহ নির্মাণ, কৃষিতে ভর্তুকী, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিধবাভাতা, বয়স্কভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডি, চিকিৎসা ব্যবস্থা, ভিক্ষুক মুক্তকরণ, মানুষের মাথাপিচু আয় বৃদ্ধি, রিজার্ভ বৃদ্ধি, চাকুরী জীবিদের সুযোগ সুবিধায় বাস্তবিক উন্নয়ন করেছে। তিনি আরও বলেন, বিশ্বব্যাপি করোনা মহামারির বিষয়টি মাথায় রেখে আপনাদের চলাফেরা করতে হবে। বেঁচে থাকলে জীবনের অনেক আশায় একদিন পুরণ হবে। আমি অনুরোধ করে বলতে চাই আপনারা সরকারি নির্দেশনা মেনে চলবেন। নিজে সুস্থ থাকবেন পরিবারকে নিরাপদে রাখবেন। এসময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউপি প্রশাসক আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ, ইউপি সচিব জিয়াউর রহমান, তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাত্তাব উদ্দিন, সদর উপজেলা আ.লীগের যুগ্নসাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি শুকুর আলী মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, হায়দার বিডিয়ার, আবুল কাশেম, ঝন্টু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নুরুল ইসলাম, আব্দুল খালেক মাষ্টার, সন্নাসী কুমার পাল, আ.লীগ নেতা ফাতুরুজ্জামান, গিয়াস উদ্দিন, ডাক্তার হাফিজ, ছাদেক আলী, জামির, চাঁন, খোকন, আসাদুজ্জামান রোকন, বাচ্চু সরকার, মহি মেম্বর, লিটন, গড়াইটুপি ইউপি সচিব হাফিজুর রহমান প্রমুখ। ###

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More