স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সানুকে হত্যাচেষ্টা ও বিএনপি সমর্থকের বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গত পরশু শুক্রবার বিকেল ৫টায় মাখালডাঙ্গা ইউনিয়নের কুকিয়া চাঁদপুর বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাখালডাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাখালডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানেফ মিয়া। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সানু। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল নেতা সোহেল মাহমুদ, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদল নেতা আয়মান হাসিব প্রমুখ। সমাবেশে চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সদস্য সচিব আনোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। এছাড়া উপস্থিত ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি করম আলী, সাবেক সদর থানা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, যুবদল নেতা ইমরান মাহমুদ, ইউনিয়ন যুবদল নেতা লাল্টু মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা সমির, মকবুল, আসাদ, নুর ইসলাম, ওয়ার্ড যুবদল নেতা জুবায়ের আহমেদ, হৃদয় হাসান, মহিন আলী, হাশর, আলম, নুরুজ্জামান, আলী, জামালসহ অনেকে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.