চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে মানবিক ব্লাড ডিপার্টমেন্ট চুয়াডাঙ্গার উদ্যোগে ২য় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আহমেদ সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.কে. খন্দকার নুর হাসানসহ সকল শিক্ষকবৃন্দ। ক্যাম্পেইন পরিচালনায় সক্রীয়ভাবে অংশ নেন মানবিক ব্লাড ডিপার্টমেন্ট চুয়াডাঙ্গার সভাপতি হাবিবুর রহমান মাহিম, উপদেষ্টা হাসুয়ার আহমেদ, জেলা সমন্বয়ক হাসান আলী, সহ-সভাপতি শুভ আহমেদ, জুবায়ের, জুনায়েদ, মুন্না, সাবিদ, তামিম, অর্পিতা ও প্রীতিলতা। ক্যাম্পেইনে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়, যা ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তের সহজ প্রাপ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় কর্তৃপক্ষ ও মানবিক ব্লাড ডিপার্টমেন্ট চুয়াডাঙ্গা এই আয়োজনকে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More