চুয়াডাঙ্গার পাখির গ্রাম বেলগাছিতে বাগডাশা অবমুক্ত করলো প্রশাসন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়িতে চলে আসা দুটো বাগডাশা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বাগডাশা দুটি উদ্ধার করেন এক স্কুলশিক্ষক। রোববারই এগুলো পাখির গ্রাম হিসেবে পরিচিত বেলগাছির বনে অবমুক্ত করে দেয়া হয়। পরিবেশবাদী সংগঠনের সদস্য ও বন বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান রোববার বেলা ১১টায় বাগডাশা দুটি অবমুক্ত করেন। পাখির গ্রাম বেলগাছির প্রতিষ্ঠাতা স্কুলশিক্ষক বখতিয়ার হামিদ জানান, শনিবার দিনগত রাতে ও রোববার সকালে দুটি বাগডাশা বন থেকে লোকালয়ে খাবারের খোঁজে চলে আসে। বুজরুকগড়গড়ি মহল্লার আবদুর রাজ্জাকের বাড়িতে ঢুকলে বাড়ির মালিক ওই প্রাণী দুটিকে আটকে রাখেন।
বখতিয়ার হামিদ বলেন, ‘রোববার সকাল ৯টার দিকে খবর পেয়ে আমি বাগডাশা দুটিকে উদ্ধার করে সদরের ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান ও বন বিভাগের ফরেস্টার জাকির হোসেনকে মুঠোফোনে জানাই। এরপর বাগডাশা দুটিকে বেলগাছি গ্রামের কবরস্থানসংলগ্ন বনে অবমুক্ত করা হয়। ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান বাগডাশা দুটি অবমুক্ত করেন।’ ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, ‘বিপন্নপ্রায় বাগডাশা দুটি অবমুক্ত করতে পেরে ভালো লাগছে। এদের প্রতি খারাপ আচরণ না করলে এরা কারো সঙ্গে খারাপ আচরণ করে না। এসব প্রাণী খুবই উপকারী। আসুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাই মিলে বন্য প্রাণী সংরক্ষণ করি।’ বাগডাশা অবমুক্তকরণের সময় চুয়াডাঙ্গা সামাজিক বন বিভাগের সহকারী ফরেস্টার জুয়েল খান এবং পাখির গ্রাম বেলগাছির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More