চুয়াডাঙ্গার বাগানপাড়ায় সরকারি জমি দখলের ঘটনায় আদালতে মামলা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় সরকারি জমি দখলের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ আদালতে বাংলাদেশ সরকারের ডেপুটি কমিশনারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামলাটি দায়ের করেন। দেওয়ানী মামলায় প্রাথমিক রায় ও জারী মামলা রদ রহিত পূর্বক মূল মামলা পুনঃজীবিত করার দাবি করা হয়েছে।  আগামী ২৮ জুন এ মামলায় দরখাস্ত শুনানীর দিন ধার্য রয়েছে। মামলা নং মিস ২০/২০২২।

এ মামলায় চুয়াডাঙ্গা জোয়ার্দ্দারপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে ১নং বাদী জাহিদুল হাসান জোয়ার্দ্দার ও ২নং বাদী সাইফুল হাসান জোয়ার্দ্দারকে প্রতিপক্ষ করা হয়েছে। মামলায় চুয়াডাঙ্গা রেলপাড়ার হামিদার হোসেন জোয়ার্দ্দারের ওয়ারিশ মাহমুদুল হাসান জোয়ার্দ্দার, মনোয়ার হোসেনের ওয়ারিশ আতাহার হোসেন জোয়ার্দ্দার, আফছার হোসেন জোয়ার্দ্দার, মাজাহার হোসেন জোয়ার্দ্দার, আব্দুল কাদের জোয়ার্দ্দারের স্ত্রী শাহারুন নেছা ও গোলাম কাদেরের স্ত্রী মহিরুন নেছাকে প্রতিপক্ষ বিবাদী করা হয়েছে।

চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ আদালতে ৭নং বিবাদী বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামলাটি দায়ের করেন। এ মামলায় দেওয়ানী কার্যবিধি আইনের অর্ডার ৯ রুল ১৩ (ক) এর বিধানমতে ও তৎসহ দেওয়ানী কার্যবিধি ১৫১ ধারামতে দেওয়ানী ৬৪/২০২১ নং মামলার ২৪/০৮/২০২১ তারিখের প্রাথমিক রায় ও ২৯/০৩/২০২২ তারিখের স্বাক্ষরিত চূড়ান্ত ডিক্রী দেওয়ানী জারী ৯/২০২২ মামলা রদরহিত পূর্বক মূল মামলা পুনঃজীবিত করণ বাবদ এই দরখাস্তকারী (বিবাদী) পক্ষের দরখাস্ত করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, ৭নং বিবাদী সরকার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ পায়নি। যা সম্পূর্ণ আইন বহির্ভূত যোগসাজশী ও তঞ্চকী হইতেছে। আলোচিত এ মামলায় নালিশী জমির মধ্যে খাস খতিয়ানভুক্ত দশমিক ২০ একর জমি বিদ্যমান।

এ মামলার আইনজীবী চুয়াডাঙ্গা জজকোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আশরাফুল ইসলাম বলেন, সরকারি জমি দখলের বিষয়টি জানার পর রাষ্ট্রপক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সরকারের জমি রক্ষায় আগামীতে আপিল মামলা করা হবে।

প্রসঙ্গত: গত ৪ জুন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ আদালতের আদেশে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় সরকারি খাস জমি থেকে পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More