চুয়াডাঙ্গার সরোজগঞ্জের কৃতিসন্তান শাহজাহান সাজু পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করায় বন্ধুমহলের সংবর্ধনা

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জের কৃতিসন্তান পুলিশ সুপার শাহজাহান সাজুকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরোজগঞ্জের শলক মার্কেট চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সম্প্রতি পুলিশ হিসেবে পদোন্নতি লাভ করায় শাহজাহান সাজুর সংবর্ধনার আয়োজন করে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী তথা বন্ধুমহল।
চুয়াডাঙ্গার শম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি তথা সংবর্ধিত অতিথি পুলিশ সুপার শাহজাহান সাজু বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেছি। আমি যেন সৎ ও নিষ্ঠার সাথে আমার পেশাগত দায়িত্ব পালন করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন। শাহজাহান সাজু আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার স্কুলজীবনের বন্ধুবান্ধব আজ আমাকে সম্মানিত করেছে। যাদের সাথে একসঙ্গে বেড়ে ওঠা, পড়াশোনা করা তাদের কাছ থেকে এ ধরনের ভালোবাসা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার।
খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আফজালুর রহমান খোকনের পরিচালনায় অনুষ্ঠানে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর হাসপাতালের ডা. আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, এসআই আব্দুর রাজ্জাক, উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আত্মবিশ্বাস’র ম্যানেজার জহুরুল ইসলাম, গিরীসনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, ইসলামি ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সিনিয়র অফিসার দেলোয়ার হোসেন লাভলু, ফারুক হোসেন, বদর উদ্দিন, আব্দুর রহমান, জহিরুল ইসলাম, আব্দুল আওয়াল, আকরাম হোসেন, হারুন অর রশিদ, তারিক হাসান, আব্দুল মজিদ, শরিফুল ইসলাম, ডা. এসআই রেজা, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আহসান হাবিব লাল্টু, গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম, ইমরান হোসেন, সাইফুল ইসলাম, আব্দুর শুকুর, আহসান কবির, রেজাউল করিম, কামরুজ্জামান, সাইফুল ইসলাম, সাইদুর রহমান লাল্টু, মনিরুজ্জামান, আরিফুর রহমান, মজিবুল হক বকুল, মিজানুর রহমান মিজান, আশাদুল হক, নুরুল ইসলাম, মজনুর রহমান, জাকির হোসেন, ইসমাইল হোসেন, জাকির হোসেন, রবিউল ইসলাম, হাতেম আলী, হামিদুল ইসলাম, আনিচুর রহমান, মহিদুল ইসলাম, হায়দার আলী, জহুরুল ইসলাম, মোস্তাকিন জর্দ্দার বুদো, ছানোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, ছাব্দার আলী, আবু সাঈদ, আলতাফ হোসেন, সহিদুল ইসলাম, সেলিম রেজা, খবির উদ্দিন, আবুল হোসেন, আনন্দ কুমার প্রমুখ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সোবাহানের (বিডিআর) বড় ছেলে শাহজাহান সাজু ১৯৯২ সালে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৯৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সর্বশেষ বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালীন গত ১০ ডিসেম্বর পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন শাহজাহান সাজু।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More