স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭নং ওয়ার্ডের সাতগাড়ি উত্তরপাড়ায় আল্লাহর ঘর ‘জোহরা বেগম জামে মসজিদ’ পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাতগাড়িতে উদ্বোধনকালে আর্থিক সহায়তাকারী শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোসলেহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সাতগাড়ি উত্তরপাড়ায় পাকা রাস্তার পাশে ১৬ কাঠা জমির ওপর একতলা বিশিষ্ট মসজিদটি আধুনিকতার ছোঁয়ায় নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে চুয়াডাঙ্গা রুপছায়া সিনেমা হলপাড়ার বাসিন্দা ও শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দিন আহমেদ ১৬ কাঠা জমি দান ও মায়ের নামে মসজিদটি নির্মাণে যাবতীয় ব্যয় নির্বাহ করেছেন। এ মসজিদটিতে প্রায় পাঁচ শতাধিক মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন। উদ্বোধনী দিনে পবিত্র জুম্মার নামাজ আদায় পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন ও দোয়া পরিচালনা করেন মাওলানা হারুর অর রশিদ। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দিন আহমেদ ও ইঞ্জিনিয়ার নুরুল হক সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় শাহজালাল ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার চৌধুরী মো. শহিদুল্লাহ, হেড অফিসের কর্মকর্তা সুলতান আহমেদ খান, রফিকুল ইসলাম, খুলনা জোনাল হেড সাইদুর রহমান, নারায়নগঞ্জ শাখার ম্যানেজার এস এম রাশেদুল করিম, কুষ্টিয়া শাখার ম্যানেজার সাইদুর রহমান, ঝিনাইদহের কালিগঞ্জ শাখার ম্যানেজার কামরুজ্জামান স্বপন, চুয়াডাঙ্গা শাখার উপব্যবস্থাপক আব্দুল হামিদ, কর্মকর্তা আশরাফুল আলম, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.