চুয়াডাঙ্গার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে ‘সহকারী কমিশিনার’ (ভূমি)

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়

বেগমপুর প্রতিনিধি : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং নবীনবরণ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্যেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম আশিশ মমতাজ। এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। একমাত্র শিক্ষার মাধ্যমেই বাস্তব জীবনে চরম উৎকর্ষতা লাভ করা সম্ভব হয়। জ্ঞানার্জনের লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার বিভিন্ন পদ্ধতি প্রয়োগে জীবনকে উৎকর্ষমন্ডিত করা যায়। বিশ্বের বহুমুখী জ্ঞানভান্ডারের সাথে শিক্ষার মাধ্যমেই পরিচিত হওয়া যায়। অজানাকে জানা এবং সেই জানাকে বাস্তব জীবনে প্রয়োগ করার কৌশল শিক্ষার মাধ্যমেই সম্ভব। সুপ্ত প্রতিভার বিকাশ, যোগ্যতা ও মনুষ্যত্ব অর্জন এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সাথে পরিচিত হয়ে তা থেকে জীবনকে উপকৃত করার মাধ্যমে হলো শিক্ষা। সর্বোপরি, জীবনকে সাফল্যমন্ডিত, সৌন্দর্যমন্ডিত, অর্থবহ ও কৃতকার্য করার জন্য শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীর শারিরিক ও মানসিক বিকাশ ঘটায়। শুধু তাই নয় শিক্ষা বিষয়টি কেবল শিক্ষক, বিদ্যালয়, পুস্তক, শিক্ষার্থী বা শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ গুণগত শিক্ষাকে সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয়। যার সাথে বিদ্যালয়ের কর্মতৎপরতা ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষা শিক্ষার্থীদেরকে ন্যায়বোধ, কর্তব্যপরায়ণতা, শৃঙ্খলা, আচরণবিধি, বন্ধুত্বর্পূণ মনোভাব, সহাবস্থান, দেশপ্রেমিক, দেশের অতীত ও বর্তমান ইতিহাস, দেশের গুণীজন ও সাধারণ জনগণের প্রতি ভালোবাসাবোধ, দায়বদ্ধতা, অধ্যবসায়সহ নৈতিক উন্মোচনে সহায়তা করে। এটি শিশুদের কুসংস্কার থেকে বিজ্ঞানমনস্ক ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করে। সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক শিক্ষা শিশুদের দৃষ্টিভঙ্গির গুণগত পরিবর্তন এবং সামাজিকভাবে সচেতন করতে সহায়তা করে। শিক্ষা গ্রহণ করে প্রকৃত মানুষ হওয়াটাই হচ্ছে মূলকথা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী জাকিয়া সুলতানা নূপুর। শিক্ষক মাসুদ রানা ও নজরুল ইসলামের উপস্থপনায় আরও উপস্থিত ছিলেন এমএবারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, কেরুজ ডিহি কৃষি খামার ইনচার্জ এমদাদুল হক, ডাক্তার আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক সফিকুল ইসলাম, আজিজুল হক, সহকারী শিক্ষক আবুল হোসেন, সাজেদুর রহমান, শাহিন আক্তার, শাহাবুদ্দিন, শেফালী পারভীন, শাহানাজ পারভীন, নাহিদ পারভেজ, আহসান হাবীব প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করে দশম শ্রেণীর শিক্ষার্থী রিয়া খাতুন, গীতাপাঠ করে প্রতিভা পাল, মানপত্র পাঠ করে নুসরাত আলম আনিকা ও আসিফ হোসেন। ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More