চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: প্রযুক্তির যুগে সাক্ষরতা প্রসার’এ শ্লোগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো র সহকারী পরিচালক মো. সোহাগ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাসুদুজ্জামান, কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়েব হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আলরাফ ও ছাত্রী মায়শা বক্তব্য রাখেন। এসময় সরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি শারমিন আক্তার বলেন, এখন প্রযুক্তিতে দেশ অনেক এগিয়ে গেছে। প্রযুক্তি যে ভালো দিক আছে, সেগুলো গ্রহন করবা। বিজ্ঞান মিক্ষায় অনেক পিছিয়ে আছি। দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে বিজ্ঞার শিক্ষার ওপর জোর দিতে হবে। এজন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বিষয়ে শিক্ষালাভ করতে হবে। মাদকদব্য থেকে দূরে থাকতে হবে। খেলাধূলায় মনোযোগী হতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়।

সভায় জানানো হয়, জাতীয় পর্যায়ে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯০ ভাগ। চুয়াডাঙ্গায় সাক্ষরতার হার ৭১ দশমিক ২০ ভাগ। এরমধ্যে পুরুষের সাক্ষরতার হার ৭২ দশমিক ০৫ ভাগ এবং নারীদের সাক্ষরতার হার ৭০ দশমিক ৩৮ ভাগ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More