চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের মধ্যে আরও সুস্থ ৮ জন : নতুন ১২ জনের নমুনা সংগ্রহ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নোভেল করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে আরও ৮ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। এ দিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৪শ ৮১ জন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গায় মোট আক্রান্তদের মধ্যে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৭ জন, বাড়িতে তথা হোম আইসোলেশনে ছিলেন ৫৭ জন। শুক্রবার নমুনা নেয়া হয়নি। শনিবার কোনো রিপোর্টও আসেনি। আজ রোববার গতকালের প্রেরণকৃত ১২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আসতে পারে। অপরদিকে গুলশানপাড়ায় করোনা আক্রান্ত দুজনের মধ্যে একজন মারা গেছেন খবর ছড়ালেও খোঁজ নিয়ে জানা গেছে, তাদের দুজনই ভালো রয়েছেন। তবে গুলশানপাড়ার একজন বৃদ্ধ শনিবার মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
শীতে করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে। এ আশঙ্কা প্রকাশ করে ভাইরাস বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সকলকে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। সরকারি-বেসরকারিভাবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বাড়ির বাইরে গেলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। চুয়াডাঙ্গার প্রায় প্রতিটি এলাকাতেই রয়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। সকলে সতর্ক না হলে বড় ধরনের খেসারত দিতে হতে পারে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More