চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও ৫জনের মৃত্যু : শনাক্ত ৫৪

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৩ জনে। গতকাল সুস্থ হয়েছেন ১১৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৩ হাজার ৮৩০ জন। এদিন নতুন করে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯০৯ জন। নতুন শনাক্তকৃত ৫৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২০ জন, আলমডাঙ্গায় ১৪ জন, দামুড়হুদায় ৫জন এবং জীবননগর উপজেলার ১৫ জন রয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ নতুন ২১২ জনের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেন। এ নিয়ে মোট নমুনা প্রেরণ করেছেন ২১ হাজার ৬৮২ জনের। এদিন ২১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে মোট ফলাফল পাওয়া গেছে ২১ হাজার ৫৪০ জনের। বর্তমানে চুয়াডাঙ্গায় শনাক্তকৃত সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯০৬ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ১০২ জন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৮০৪ জন। সিভিল সার্জনের দেয়া তথ্য মতে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মারা গেছেন ১৭৩ জন। এর মধ্যে চুয়াডাঙ্গাতে মারা গেছেন ১৫৬ জন এবং জেলার বাইরে ১৭ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More