চুয়াডাঙ্গায় কেটে গেছে শৈত্যপ্রবাহ বাড়তে শুরু করেছে তাপমাত্রা

শীতে দুর্ভোগ কমেনি অসহায় ও ছিন্নমূল মানুষের : কম্বল বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার: তীব্র শীতের পর সারাদেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কমছে কুয়াশা ও হিমেল হাওয়া। তবে কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলেছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার এ প্রবণতা অব্যাহত থাকবে। অন্তত জানুয়ারি মাসে তাপমাত্রা আর কমার লক্ষণ নেই। দেশের অন্য সব এলাকার পাশাপাশি রাজধানীতেও তাপমাত্রা বেড়েছে। চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে এ জেলায় কমেনি শীতের তীব্রতা। গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত সোমবার ছিলো ১৩ দশমিক ৯ ডিগ্রি। জেলার হাসপাতালগুলোয় নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। ঠাকুরগাঁওয়ে বেড়েছে তাপমাত্রা। শীতের তীব্রতা কিছুটা কমেছে। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতে দুর্ভোগ কমেনি অসহায় ও ছিন্নমূল মানুষের।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম মল্লিক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাড. আলিম, যুবলীগ নেতা মজিবার রহমান, সাবেক ইউপি সদস্য হাসান মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দবির, সালাউদ্দীন, কৃষকলীগ নেতা বজলুর রহমান প্রমুখ।

অপরদিকে, চুয়াডাঙ্গার জীবননগরে আত্মবিশ্বাসের উদ্যোগে অসহায় ও অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাসের আয়োজনে উন্নত মানের ৯শ’ পিস কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরতেই স্বাগত বক্তব্য রাখেন, আত্মবিশ্বাসের পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার। সভাপতিত্ব করেন আত্মবিশ্বাসের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আককাস আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি আব্দুল খালেক। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন সংস্থার সহকারী পরিচালক (মাইক্রোক্রেডিট) এ.কে.এম হাসানুজ্জামান, সহকারী পরিচালক আবু সাদাত রিমু, এমআইএস অফিসার জাহাঙ্গীর আলম ও মানব সম্পদ কর্মকর্তা শাহ্ আলম আলো।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলা বিভিন্ন এলাকায় কর্মরত নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। “আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়” এ সেøাগানকে সামনে রেখে ঢাকাস্থ ইউনাইটেড বিজনেস ক্লাবের সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুন। গতাকল মঙ্গলবার আলমডাঙ্গা থানা চত্বরে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, পুলিশ পরির্দশক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, বণিক সমিতি সভাপতি আরেফিন মিয়া মিলন, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল আজম। আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, মোকলেছুর রহমান শিলন, সোহানুর রহমান, ইমদাদুল হক মুন্সি, সাংবাদিক রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, সদস্য জয়নাল আবেদীন ক্যাপ, আলমডাঙ্গা থানার এসআই সালাহ উদ্দিন, শরিয়তুল্লাহ, জমির হোসেন, খসরু আলম, নওশের আলী, তৌকির, মনিরুল ইসলাম, রাশিদুল হাসান, লিটন কুমার, সনজিত, দেবাশিষ, ইউসুফ, পলাশ, এসএসআই জামির, মোস্তফা, রাসেল, শিপন, জিয়া প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More