চুয়াডাঙ্গায় দুস্থ ও এতিমদের মাঝে খাদ্য বিতরণকালে রুহুল আমিন জুলাই ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের মাস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে চুয়াডাঙ্গা পৌর এলাকায় জুলাই-আগস্ট গণভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দরিদ্র অসহায় দুস্থ ও এতিমদের মাঝে খাদ্য বিতরণকালে জামায়াতের জেলা আমির রুহুল আমিন বলেছেন, ২০২৪ সালের জুলাই মাস একটি ফ্যাসিস্ট সরকার পরিবর্তনের মাস। গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা রেল স্টেশনে পথ শিশু, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আমির উপরোক্ত কথা বলেন।  তিনি আরও বলেন, জুলাই মাস ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ফলশ্রুতিতে আমরা জেলাব্যাপী পথশিশু দুস্থ ও অসহায়  মানুষের মধ্যে খাবার বিতরণ করেছি। ‘জুলাই’ স্বৈরশাসকদের জন্য একটি শিক্ষা। আমরা চাই দেশটিকে এগিয়ে নিতে। আমরা চাই দেশটি এগিয়ে যাক। আমরা চাই এদেশে গণতন্ত্র মজবুত হোক। মজবুত খুঁটির ওপর এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর নায়েবে আমির আশিক মাহবুব শফি, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাদিক খান ও ৫ নম্বর ওয়ার্ড  সভাপতি আমিরুল ইসলাম। উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More