চুয়াডাঙ্গায় বন্ধন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস্ চেম্বার’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় ‘বন্ধন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস্ চেম্বার’ নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু হয়েছে। গত পরশু সোমবার বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে এই সেবামূলক প্রতিষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. বেলাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, খালিদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক। প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান, মলিফুল ইসলাম, আনোয়ার হোসেন, একরাম হেসেন, আক্তারুজ্জামান, কামরুজ্জামান বাবলু, আলী আকবার, হাফিজ উদ্দীন হাবলু ও শাহাজাহার আলী। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. তরুণ কান্তি ঘোষ, ডা. শফিকুর রহমান, ডা. মিজানুর রহমান, ডা. আল ইমরান জুয়েল, ডা. জানজিদা আক্তার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতাসহ চিকিৎসকবৃন্দ, ক্লিনিক ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. মাহাবুবুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও বাদ আসর বন্ধন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস্ চেম্বারে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More