চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শরীফের সঙ্গে আলুকদিয়া ইউনিয়ন কৃষকদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আলুকদিয়া ইউনিয়ন শাখার সুপার ভাইভ কমিটির নেতারা। গতকাল মঙ্গলবার রাত ৯টায় তার বাসভবনে উপস্থিত হয়ে নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা কৃষকদলের সদস্য সচিব তোবারক হোসেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দার বিলু। আলুকদিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক আখতিয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সম্পাদক লাল্টু রহমান। ইউনিয়ন কৃষকদলের নবনির্বাচিতদের মধ্যে সভাপতি মাসুদ রানা আপেল, সিনিয়র সহ-সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক রতন আলী ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.