চুয়াডাঙ্গায় বিভিন্ন রোগীর মাঝে অনুদানের চেক বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সবসময় অসহায় মানুষের পাশে থাকে আওয়ামী লীগ সরকার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু তালেবের সঞ্চালনায় আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, আসলে আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার, জনবান্ধব সরকার। আওয়ামী লীগ সবসময় অসহায় মানুষের পাশে ছিলো এবং থাকবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ পুরো দেশে যে উন্নয়ন করেছেন তা এর আগের কোনো সরকার করেনি। আজ শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সব ধরনের সেবা পৌঁছে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখছে বর্তমান সরকার।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সভায় চুয়াডাঙ্গা জেলায় ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত মোট ৮৮জন রোগীদের মধ্যে চেক বিতরণ হয়। এরমধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১৩জন, সদর উপজেলার ১৭জন, আলমডাঙ্গা উপজেলার ২৮ জন, দামুড়হুদা উপজেলার ১৯ জন এবং জীবননগর উপজেলার ১১ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More