চুয়াডাঙ্গায় ভ্যাট বিষয়ক কর্মশালায় উপ-কমিশনার তপন চন্দ্র দে

আমরা দেশের স্বার্থে একে অপরের পরিপূরক
স্টাফ রিপোর্টার: ভ্যাট বিষয়ক কর্মশালা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবন মিলনায়তনে ভ্যাট বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক। প্রধান অতিথি ছিলেন উপ-কমিশনার ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ বিভাগীয় কর্মকর্তা তপন চন্দ্র দে। চুয়াডাঙ্গা। এ সময় তিনি জেলার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জেলাতে নির্বিঘেœ ব্যবসা করবেন। সেই সাথে সরকারকে নির্ধারিত ভ্যাটও প্রদান করবেন। তিনি আরও বলেন, আমরা দেশের স্বার্থে একে অপরের পরিপূরক। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নিজেরা ভ্যাট দিবেন এবং অন্যকে ভ্যাট প্রদানে সহায়তা করবেন। ভ্যাট সংক্রান্ত যে কোন সমস্যায় আপনারা আমাদের অফিসে আসবেন আমরা আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকবো। অনুষ্ঠানের প্রায় শেষাংশে চুয়াডাঙ্গার দুই কৃতিসন্তান এফবিসিসিআই-এর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থা পরিচালক ও তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা ও সিঙ্গাপুরস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাহেদুজ্জামান টরিক উপস্থিত হন। এ সময় দিলীপ কুমার আগরওয়ালা ও সাহেদুজ্জামান টরিক ভ্যাট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রধান অতিথি ও জেলার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান ইবু ও সভাপতি আব্দুল কাদের জগলু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মর্তুজ, একেএম সালাউদ্দিন মিঠু, তসলিম আরিফ বাবু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, কিশোর কুমার কুন্ডু, নাসির আহাদ জোয়ার্দ্দার ও কামরুল ইসলাম হিরা। এছাড়া চুয়াডাঙ্গা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠান শেষে রাতে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা দোকান মালিক সমিতির আয়োজনে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আপ্যায়ন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, পুলিস সুপার জাহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনএসআই উপপরিচালক জামিল সিদ্দিক সাজু, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More