স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহিলা দলের উদ্যোগে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জেলা মহিলা দল আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করে। জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মহিলা দলের সকল নেতাকর্মীরা সকলে এই জাতীয়তাবাদী দলের ফরম পূরণ করবেন এবং দলের কর্মী সমর্থকদের ফরম পূরণ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের তত্বাবধানে চুয়াডাঙ্গা জেলাকে মডেল হিসেবে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করে ঐক্য গড়ে তুলতে পারবে। অপরদিকে বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়া কদমতলা ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আশানুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর বিএনপির সহ-সভাপতি বদর উদ্দিন বাদল, পৌর বিএনপির ক্রিয়া সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান, পৌর বিএনপির নেতা ইখলাছুর রহমান ইখলাস, ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মো. শরীফ উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক নেতা শরিফুল ইসলাম রাজা, শ্রমিক দল নেতা মঞ্জুর আলী মঞ্জু, পৌর মৎস্যজীবী দলের নেতা খলিল প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.