চুয়াডাঙ্গা আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে ১৪টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ ও মোটরযানকে জরিমানা
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ৬টি মোটরযানকে ৪ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৪ টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আশফাকুর রহমান। সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধান করেন পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ^াস। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক মো. নাঈম হোসেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.