চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় বিশ্ব মা দিবস পালিত : সকলে মায়েদের প্রতি যতœশীল হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বপ্নজয়ী মা’দের সংবর্ধণা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা বলেন, একজন মানুষের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত হলো মা। একজন মানুষের জীবনে বাবা-মা দুজনেরই গুরুত্ব আছে। কিন্তু মা এর মত অন্য কেউ হয় না। একটা পরিবারে মায়ের গুরুত্ব অনেক। আমরা সকলে আমাদের মায়েদের প্রতি যতœশীল হবো। আর আমাদের সন্তানের এখন থেকেই মা-বাবার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিতে হবে।
চুয়াডাঙ্গায় বিশ্ব ‘মা’ দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের নির্বাচিত স্বপ্নজয়ী ‘মা’দের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে জেলার চারটি উপজেলা থেকে ৮জন স্বপ্ন জয়ী মা’কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত মায়েরা হলেন, চুয়াডাঙ্গা বড়বাজারপাড়ার মৃত জহিরুল হক মালিকের স্ত্রী সাজেদা খাতুন, চুয়াডাঙ্গা সবুজপাড়ার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের স্ত্রী মখলেসা খাতুন, আলমডাঙ্গা একচেঞ্জপাড়ার সাইদুর রহমানের স্ত্রী ফেরদৌসি রহমান, আলমডাঙ্গা কোর্টপাড়ার মৃত বজলুর রহমানের স্ত্রী হাজেরা খাতুন, জীবননগর মনোহরপুরের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী মহিমা খাতুন, একই এলাকার মশিউর রহমানের স্ত্রী ঝরনা বেগম, দামুড়হুদা মুক্তারপুরের ইদ্রিস আলীর স্ত্রী রওশেনারা বেগম ও দামুড়হুদা কার্পাসডাঙ্গার কামরুজ্জামানের স্ত্রী ফুলুরা খাতুন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত প্রমুখ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় বিশ্ব ‘মা’ দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ। দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেন জাহান ববির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণার্থীরা।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More