চুয়াডাঙ্গা-ছাত্রদলের বিক্ষোভে পুলিশি বাধা : মেহেরপুরে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি

স্টাফ রিপোর্টার: মেহেরপুরে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভেন্ন জেলায় ছাত্রদল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা অবৈধ সরকারের প্রতি ধিক্কার জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অতিদ্রুত নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবি জানান। সরকার মামলার নাটক সাজিয়ে কথিত সাজায় কিংবদন্তীতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে অমানবিক আচরণ করছে তা ইতিহাসের কলংকিত অধ্যায় হয়ে থাকবে। নেতৃবৃন্দ দাবি আদায়ের জন্য লাগাতার কর্মসূচি দেয়ার কথা বলেন। বক্তারা বলেন, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এখন ওপেন সিক্রেট অথচ মামলা নেই বিচার নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্শান্বিত হয়ে সাজানো পাতানো মামলায় আজ্ঞাবহ রায় দেয়া হয়েছে। নেত্রীর সু-চিকিৎসা পাওয়া কোনো দয়া না এটা তার অধিকার। অনেক নাটক দেশবাসী দেখেছে আর দেখতে চায় না, আমাদের মাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন।
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে সমাবেশের নেতাকর্মীরা বিক্ষোভ সহকারে রাস্তায় বের হতে গেলে পুলিশ আটকে দেয়। বাধাপ্রাপ্ত হয়ে পড়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম ও সাহাবুদ্দীন আহমেদ বুদ্দিন, যুগ্মসম্পাদক আমান উল¬াহ আমান, আরিফ আহমেদ শিপ¬ব, সাদ্দাম হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মাহবুব, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাত, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেল, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমডিকে সুলতান, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক নাফিউল ইবনে লিমন, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল¬ুর রহমান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইনতিয়ার হোসেন ইরন, হুমায়ূন কবির আকাশ, মতিউর রহমান মিশর, মোরশেদুর রহমান লিংকন, মীর শুভ জামান, সাহাবুদ্দীন আহমেদ, আশিকুর রহমান, শরিফুল ইসলাম ছোটন, যুগ্মসম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, রোকন জোয়ার্দ্দার, আহাদ আলী রাজা, সাইমুজ্জামান মিশা, জমির আলী, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্য সচিব পলাশ আহমেদ, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কায়েস আহমেদ, রমজান আলী, জাকির হোসেন, নাজমুস সাকিব, শাহাজান আলী সান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, প্রচার সম্পাদক বায়েজিদ হোসেন মুর্শিদ, পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুন আহমেদ শান্ত, আপ্যায়ন সম্পাদক শুকুর আলী, সহ-সমাজসেবা সম্পাদক আব্দুল লতিফ, সহ-ক্রীড়া সম্পাদক বাপ্পা, সহ-বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক রফিক হোসেন, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল হোসেন, সদস্য খালিদ হোসেন ও শোয়েব তিতাস।
মেহেরপুর অফিস জানিয়েছে, ছাত্রদল ঘোষিত কর্মসূচির আলোকে গতকাল শনিবার সকাল ১০টায় বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হোসাইন। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আকিব জাভেদ সেনজিন, গাংনী উপজেলা আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, মেহেরপুর সদর উপজেলা আহবায়ক মোল্লা নাজমুল হোসেন। আরও বক্তব্য রাখেন আলমগীর হোসেন চাঁন, রাশেদুল ইসলাম রাজন, আফিরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্রনেতা সাইদুর। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে সরকার তালবাহানা করলে একদফা আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতন ঘটাতে হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More