দর্শনা অফিস: চুয়াডাঙ্গা পুলিশ সুপার কর্তৃক জেলার সবকটি থানা এবং পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ, এসআই, এএসআই ও কনস্টেবলদের মধ্যে শ্রেষ্ঠত্বের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের পুরস্কার দেয়া হয়। এতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক হয়েছে। এবার জেলার শ্রেষ্ঠ এসআই হলেন দর্শনা থানার মাসুদুর রহমান। গত মার্চ মাসে মাদক, চোরাচালান বিরোধী অভিযান, পালাতক আসামি গ্রেফতারসহ ভালো কাজের পুরস্কার স্বরুপ জেলার শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার হিসেবে মাসুদুর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। গতকাল রোববার সকাল ১০টার দিকে পুলিশ লাইনের ডিল সেডে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল জাকিয়া সুলতানা প্রমুখ। এদিকে মাসুদুর রহমান দর্শনা থানা এলাকা মাদক মুক্ত করণে সকলের সহযোগিতা চেয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.