চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার-০১

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা সদর থানাধীন জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) জুম্মান খান, এসআই (নিঃ)/মোঃ নাহিরুল ইসলাম, এসআই (নিঃ)/মুহিদ হাসান,এএসআই (নিঃ)/ মোঃ মোত্তালেব হোসেন, এএসআই (নিঃ)/ আবু আল ইমরান মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস অবৈধ্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ নাজমুল হোসাইন’কে গ্রেফতার করেন।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১০:২০ ঘটিকায় মাদককারবারী চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় হতে বড়বাজার আসার পথিমধ্যে জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে আসামী ১। মোঃ নাজমুল হোসাইন (৩৮), পিতা-মৃত মানোয়ার হোসেন, মাতা- মৃত রোকেয়া বেগম, সাং-রামনগর ক্লাবমোড়, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার করেন এবং অপর আসামী পালিয়ে যায়। স্থানীয় সাক্ষীদের সম্মুখে আসামীর ডান হাতে থাকা বাজারকরা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে খাকি রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো ৩০(ত্রিশ)প্যাকেট নীল রংয়ের প্লাস্টিকের জিপারের মধ্যে (১৯০X৩০)=৫,৭০০(পাঁচ হাজার সাতশত)পিস ইয়াবা ট্যাবলেট,যার মূল্য অনুমান-১৭,১০,০০০/-(সতের লক্ষ দশ হাজার)টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More