চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফের সাথে মৎস্য আড়ত মালিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা মৎস্য আড়ত মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বিএনপি নেতা শরীফুজ্জামানের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা নিবিময়কালে নবনির্বাচিত ২০২৫-২০২৬ দ্বিবার্ষিক কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ফিরোজ মিয়া, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিংকু, সহ-সাধারণ সম্পাদক শহীদুল কদর জোয়ার্দার, কোষাধ্যক্ষ শেখ জহিরুদ্দিন সুরুজ, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, হাজি মোতাহার হোসেন তোতা, আবু সাইদ বিপ্লব, শ্রী শ্যাম হালদার ও শ্রী আনন্দ হালদার। এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. মানি খন্দকার, অ্যাড. জালাল উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান। নব নির্বাচিত কমিটির নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি চুয়াডাঙ্গা মৎস্য আড়ত মালিক সমিতির নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই সমিতি জেলার অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি, নবনির্বাচিত নেতারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি সমাজকল্যাণেও অবদান রাখবেন। জেলা বিএনপি সব সময় গণমানুষের পাশে আছে এবং ব্যবসায়ী সমাজের যেকোনো যৌক্তিক দাবিতে আমরা পাশে থাকব।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.