চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অ্যাডহক কমিটি গঠন জেলা বিএনপির সম্পাদক শরীফকে নবনির্বাচিত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড’এর অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্দা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদ খান এ অ্যাডহক কমিটির অনুমোদন দেন। চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডে আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো.আবেছউদ্দী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুলহান্নান। অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন-বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল হান্নান (২), বীর মুক্তিযোদ্ধা মো. রইছউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী, বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন। সদ্য ঘোষিত বাংলাদেশ মুক্তিযোদ্বা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড’র অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল শনিবার বেলা ১১টায় শরীফুজ্জামানের রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.