চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষে ফুল দিয়ে জানানো হলো শেষ শ্রদ্ধা : জানাজায় মানুষের ঢল

চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গার জ্ঞানতাপস মকবুলার রহমান
মুন্সিগঞ্জ প্রতিনিধি: চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গার বর্ণাঢ্য জীবনের অধিকারী গুণী ব্যক্তিত্ব মকবুলার রহমান। গতকাল শুক্রবার বাদজুম্মা জেহালার মুন্সিগঞ্জ ফুটবলমাঠে নামাজে জানাজা শেষে পাশর্^বর্তী কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় অসংখ্য মানুষ শরিক হন। এর আগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে তাকে শেষশ্রদ্ধা জানানো হয়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মকবুলার রহমান ছিলেন জেহালার মুন্সিগঞ্জ বাজারের মরহুম ডা. মকছুদ আলীর একমাত্র ছেলে। তিনি কর্মজীবনে আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেই শুধু নয়, জেহালা ইউনিয়নের প্রেসিডেন্ট, মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষকসহ বহু পদে অধিষ্ঠিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্যসহ সামাজিক বিভিন্ন সংগঠন গঠনের মধ্যদিয়ে সামাজিক দায়িত্বপালন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন মকবুলার রহমান। মাস কয়েক ধরে অসুস্থ হয়ে পড়েন তিনি। দিন পনের ধরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মকবুলার রহমান ৯৫ বছর বয়সে মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাতেই মরদহে মুন্সিগঞ্জস্থ নিজবাড়িতে নেয়া হয়। তাকে শেষবারের মতো দেখতে এলাকার অসংখ্য নারী-পুরুষ শুক্রবার ভিড় জমান। সকাল থেকে ভিড়ের মাত্রা বাড়তে থাকে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সহসভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সহসাধারণ সম্পাদক ইসলাম রকিব, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, সদস্য মিজানুল হক মিজান, জামান আখতার, খায়রুল ইসলামসহ অনেকেই ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মুন্সিগঞ্জ ফুটবলমাঠে বাদজুম্মা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. হুমায়ুন কবির, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরিফ, নাজমুল হক স্বপন, আলমডাঙ্গা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিমসহ এলাকার অসংখ্য মসুল্লি আত্মীয়-স্বজন জানাজায় শরিক হন। নামাজে জানাজায় ইমামতির দায়িত্ব পালন করেন মুন্সিগঞ্জ জামে মসজিদের মাওলানা ইয়ামিন হোসাইন।
এদিকে মকবুলার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চুয়াডাঙ্গার সাবেক জেলা প্রশাসক বর্তমানে বাংলাদেশ বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ, আলমডাঙ্গার সাবেক ইউএনও বর্তমানে রেল মন্ত্রণালয়ে কর্মরত আবদুস সালাম, আলমডাঙ্গার সাবেক ইউএনও বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত খান মোহাম্মদ রেজাউননবী, আলমডাঙ্গার সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বর্তমানে খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কর্মরত আবুল কালাম আজাদ। তারা বলেছেন, আমরা মকবুলার রহমানকে অনেক শ্রদ্ধা করতাম। এমন ক্ষণজন্মা মানুষে সান্নিধ্যে আসতে পারা আমাদের সৌভাগ্য। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More