চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে কমিউনিটি পুলিশিং ডে পালিত

দেশ বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশের কৃতিত্ব অনেক
স্টাফ রিপোর্টার: ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ সেøাগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনাসভা, রক্তদান কর্মসূচি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ আপনার আমার সন্তান। তাদেরকে সহযোগিতা করতে হবে। দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তায় মাত্র ১২ লাখ পুলিশ। তাদেরকে সহযোগিতা না করলে সব কাজ তাদের একার পক্ষে করা সম্ভব না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ঠিক তখনই একটি গোষ্ঠী দেশবিরোধী নানা রকম ষড়যন্ত্র করে চলেছে। ওই দেশবিরোধীরাই একাত্তরের পরাজিত শক্তি জামায়ত বিএনপি। যারা কখনও দেশ ও দেশের মানুষের স্বাধীনতা চাইনি তারা আজ দেশের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে নানা রকম চক্রান্ত করে চলেছে। শুধু পুলিশের একার পক্ষে এই ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব হবে না; যদি আপনি আমি সাহায্য সহযোগিতা না করি। দেশ বিরোধীদের এই ষড়যন্ত্র মোকাবেলায় বর্তমান পুলিশের কৃতিত্ব অনেক। বক্তারা আরও বলেন, বর্তমানে পুলিশ এখন জনগণের খুব কাজ কাছাকাছি চলে গেছে। যারই ফলশ্রুতিতে সমাজে অপরাধ কমার পাশাপাশি কমে গেছে মামলাও। আমরা যদি এই কমিউনিটি পুলিশিং ঠিকমত করতে পারি এবং ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্য বিষয় যদি বুকে ধারণ করতে পারি তাহলেই আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো।
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ হাসান চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাজিয়া আফরীন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আহব্বায়ক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে উপজেলা এরশাদ মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান আলোচক ছিলেন কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমযডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু, কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, কমিউনিটি পুলিশিং পৌর সমন্বয় কমিটির সদস্য সচিব ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম। সাংস্কৃতিক সম্পাদক শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু সাঈদ পিন্টু, আমিরুল ইসলাম মন্টু, মাসুদ পারভেজ, তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, সমীর কুমার দে, খন্দকার আব্দুল বাতেন, বিল্লাল গনি, খাসকররা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল মল্লিক, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলা উদ্দিনসহ কয়েকশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। প্রধান বক্তা ছিলেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবিরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুদ্দোহা, ইন্সপেক্টর (অপরেশন) আবু সাঈদ, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ ম-ল, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, কাউন্সিলর এনামুল কবীর, হাসান খালেকুজ্জামান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসভাপতি সোলায়মান কবির, সহসম্পাদক আব্দুল মান্নান খান, ফয়সাল, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ প্রমুখ। দুপুর ১২টার দিকে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। সকালে জীবননগর উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে থানা অফিসার ইনচার্জ আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা পুলিশিং কমিটির পৃষ্ঠপোষক সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ও জীবননগর প্রেসক্লাব সভাপতি এম আর বাবু।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার দাস, পুলিশ পরিদর্শক (অপারেশন) সুখেন বসু, সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর শাহিন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, পৌর কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, কাউন্সিলর আবুল কাশেম, কাউন্সিলর জামাল হোসেন খোকন, কাউন্সিলর মতিয়ার রহমানসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. রাফিউল আলমের সভাপতিত্বে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিআইডি’র বিশেষ পুলিশ সুপার ড. আল-মামুনুল আনছারী। অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ মো. আশকার আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. আবুল বাশার প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More