চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন-ফ্যাসিবাদের প্রেতাত্মারা গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। এনসিপির প্রোগ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্বাভাবিক কোন ঘটনা নয়। এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। সুতরাং জুলাই আন্দোলনের সহকর্মীদের বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। ভারতের গোলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ঘটনার শুরুতে প্রশাসনের দুর্বলতা খুঁজে বের করে ফ্যাসীবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে হবে। পরবর্তীতে প্রশাসন ও সেনাবাহিনীর কার্যকর ভূমিকার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। একই সাথে সকলকে ১৯ তারিখের ঢাকার সমাবেশে যোগ দেয়ার মাধ্যমে ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান। মিছিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াসহ দিল্লির গোলামীর বিরুদ্ধে সেøাগান দেন নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। শহরের বড় বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। চুয়াডাঙ্গা জেল জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলার নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।
জীবননগর ব্যুরো জানিয়েছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় জামায়াতে ইসলামীর উদ্যোগে জীবননগর থানা মডেল পাইলট বিদ্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড সংক্ষিপ্ত সমাবেশে করেন। ‎বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারি সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক মো. হারুন অর রশীদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কামাল হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আল আমিন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, হাসাদাহ ইউনিয়ন আমির মো. আখতারুজ্জামান, সীমান্ত ইউনিয়ন আমির মো. আব্দুল ওয়াহেদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির মো. আব্দুর রহমান মাস্টার, বাঁকা ইউনিয়ন আমির মাওলানা মফিজুর রহমান, উথলী ইউনিয়ন আমির মাওলানা আরিফুল ইসলাম, কেডিকে ইউনিয়ন আমির আব্দুর রহমান, রায়পুর ইউনিয়ন আমির মো. আমির হামজা, মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন, প্রেসক্লাব সেক্রেটারি নূর আলম, জীবননগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সোহেল পারভেজসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।
গাংনী থেকে স্টাফ রিপোর্টার জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৭ দফা দাবি বাস্তবায়ন, ঢাকার মহাসমাবেশ সফল করার আহ্বান এবং গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক এনসিপির গাড়ী বহরে হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার বাদ আছর বৃষ্টির মধ্যেও এই কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিল থেকে ফ্যাসিবাদ বিরোধী কঠোর সেøাগান দেয়া হয়। একইসাথে নিষিদ্ধ আওয়ামী লীগ সমূলে নির্মূল করার দাবি জানান অনুষ্ঠানের বক্তারা। রাজধানীতে জামায়াতের সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রয়োজনীয় পরামর্শ দেন জামায়াত নেতৃবৃন্দ। মিছিলটি গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম। অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী নাজমুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন গাংনী পৌর জামায়াতে ইসলামী আমির আহসানুল হক ও রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমানসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More