বেগমপুর প্রতিনিধি: দর্শনা থানা পুলিশ চুয়াডাঙ্গার রাঙ্গিয়ারপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে গ্রামের রুবিনা খাতুনকে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার করেছে। দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ শহীদ তিতুমীরের নির্দেশে এস আই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে গত পরশু রোববার রাত পৌনে ১২টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামের নতুন পাড়ায়। এ সময় পুলিশ গ্রামের শকের আলীর বাড়ি তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে স্ত্রী রুবিনা খাতুনকে (৩৫)। গ্রেফতারকৃত রুবিনার বিরুদ্ধে মামলাদায়ের পূর্বক মালামালসহ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
জীবননগর পুরন্দপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং দোকানি গুরুতর আহত
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.