চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও সরকারি আদর্শ মহিলা কলেজে ১মবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজ ১৩ বিষয়ে ও সরকারি আদর্শ মহিলা কলেজে ৫টি বিষয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ২০২০-২০২১ সেশনে ভর্তির আবেদন শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। আবেদনপত্র কলেজে জমা দেয়া যাবে ১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত।
চুয়াডাঙ্গা সরকারি কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ১৩টি বিষয়ে ভর্তির জন্য আবেদন করা যাবে। এরমধ্যে বি.এ (সম্মান) শ্রেণিতে বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও দর্শন বিভাগ। বিএসএস (সম্মান) শ্রেণিতে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগ। বিবিএস (সম্মান) শ্রেণিতে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ। বি.এস-সি (সম্মান) শ্রেণিতে পদার্থ, গণিত, রসায়ন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
এদিকে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ৫টি বিষয়ে ভর্তির জন্য আবেদন করা যাবে। এরমধ্যে বি.এ (সম্মান) শ্রেণিতে বাংলা, ইসলামের ইতিহাস ও দর্শন বিভাগ এবং বিএসএস (সম্মান) শ্রেণিতে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগ।
ভর্তির জন্য শিক্ষার্থীদের এইচএসসি/সমমান পরীক্ষায় ২০১৯-২০২০ এবং ২০১৭-২০১৮ সালে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে এসএসসি, এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-২.০০ পেতে হবে। যে বিষয়ে সম্মান শ্রেণিতে ভর্তি ভর্তি হতে ইচ্ছুক উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় সে বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড-৩.০ পেতে হবে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ.কে.এম সাইফুর রশীদ এবং চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান জানান, ১মবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের আাবেদন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও এসএমএস’র মাধ্যমে ফলাফল জানা যাবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More