ছাত্রদের মোবাইল ব্যবহার বন্ধ করতে হবে : তোমাদের কাছে জাতির অনেক প্রত্যাশা

দামুড়হুদা পাইলট হাইস্কুলে মতবিনিময়সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, একজন শিক্ষার্থীর একমাত্র বন্ধুই হবে বই, বই আর বই। আমি ঘুমিয়ে থাকবো আর সব কিছু হয়ে যাবে এমনটা নয়। জীবনটা এতো সহজ নয়। তোমাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে। পত্রিকা পড়তে হবে। সমসাময়িক বিষয়ে জানতে হবে। অনেকেই বলেন যে, দেশে চাকরি নেই। কথাটা পুরোপুরি সঠিক নয়। ভালো ছাত্রদের চাকরির অভাব নেই। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আয়েশা খাতুন, ট্রেড শিক্ষক তুহিন উদ্দিন, আসাদুজ্জামান, ফারুক হোসেন, সোলাইমান কাদির, সিনিয়র শিক্ষক আমিনুর রহমান মিলন, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More