জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ১০দিনের সফরে মেহেরপুর আসছেন

মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি ১০ দিনের সফরে মেহেরপুর আসছেন। আজ শুক্রবার রাতেই তিনি মেহেরপুর পৌঁছাতে পারেন।
সফরের প্রথমদিন ১৮ সেপ্টেম্বর প্রবীণ আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ও ভাষা সৈনিক ইসমাইল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। একই দিনে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। ১৯ সেপ্টেম্বর মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। প্রস্তাবিত শহর বাইপাস সড়ক নির্মাণ সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠানে যোগদান করবেন। সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এবং কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করবেন। রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২০ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২১ সেপ্টেম্বর মেহেরপুর জেলা ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ২২ সেপ্টেম্বর মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে গুণীজন সংবর্ধনায় যোগদান করবেন। ২৩ সেপ্টেম্বর কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামে আওয়ামী লীগের কর্মীসভায় যোগদান করবেন। ২৪ সেপ্টেম্বর মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, মেহেরপুর জেলার ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। ২৫ এবং ২৬ সেপ্টেম্বর প্রতিমন্ত্রীর বাসভবনে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। ২৭ সেপ্টেম্বর প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি খুলনার উদ্দেশে মেহেরপুর ত্যাগ করবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More