জমকালো আয়োজনে চুয়াডাঙ্গায় বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে

জমকালো আয়োজনে চুয়াডাঙ্গায় বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিক

স্টাফ রিপোর্টার:শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে কোমলমতি অনাথ শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে এ দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার (বালিকা)-এর তত্ত্বাবধায়ক ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জামান আক্তার, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ হক, দৈনিক মাথাভাঙ্গার মাল্টিমিডিয়া চিফ শেখ রাকিব, দৈনিক খাসখবরের জেলা প্রতিনিধি শেখ লিটন, সৈয়দ আবু জাফরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার (বালিকা)-এর কর্মকর্তা-কর্মচারী ও সেখানে অবস্থানরত এতিম শিশুরা। বক্তারা বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

শেষে কেক কাটা ও আনন্দঘন র‌্যালির মাধ্যমে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More