জমে উঠেছে আলমডাঙ্গা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পবিরহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন

আলমডাঙ্গা ব্যুরো: শ্রমিক ইউনিয়নের ভোট মানেই উৎসব, ভোট মানেই আনন্দ। আলমডাঙ্গা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে শ্রমিকদের মাঝে উৎসবের আনন্দ শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৫৯৫/৮২ খুলনার আলমডাঙ্গা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটার সংখ্যা ৫০৩ জন সদস্য। ১১টি পদে শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২০ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারি করোনার জন্য তা হয়নি। দীর্ঘদিন পর বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গায় শাখার নির্বাচনের তফসিল ঘোষনা করায় শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। এ নির্বাচন সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস। ২১ নভেম্বর বিকেলের দিকে তিনি নেতাকর্মি ও সমর্থকদের সাথে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র জমা দেন। আব্দুল কুদ্দুস আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের বেশ কয়েকবার নির্বাচিত সহসভাপতি ছিলেন। মনোনয়নপত্র জমাপ্রদান কালে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মি ও সমর্থকরা।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাজী মোঃ রিপন মন্ডল। সহকারি নির্বাচনে দায়িত্ব পালন করবেন জেলা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, অফিস সহকারি বশিরুল উদ্দিন বাদশা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More