জীবননগর ব্যুরো: শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর নৃত্য প্রতিযোগিতার দুইটি গ্রুপে প্রথম স্থান ও দ্বিতীয় স্থান অধিকার করেছে সাউদিয়া রহমান সাফা ও সারা রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার সাফা ও সারার হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়। শাহবাগ জাতীয় যাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে তাদেও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন।
সকালে জাতীয় যাদুঘর মিলতায়নে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মুজাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান। পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের (হাইকোর্ট ডিভিশন) বিচারপতি ও চেয়ারম্যান লেবার এপিলেট ট্রাইবুনাল এমডি ফারুক, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক (বিপিএম), জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের চেয়ারপারসন প্রফেসর তাওহিদা জাহান শান্তা ও বিশিষ্ট শিশু সংগঠক শফিকুর রহমান দুলু।
সাউদিয়া রহমান সাফা জাতীয় নৃত্য প্রতিযোগিতায় খ গ্রুপ লোকনৃত্যে প্রথম ও তার ছোট বোন সারা রহমান সাধারণ ক গ্রুপের নৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করে। সাফা ও সারা জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকালের জীবননগর প্রতিনিধি কাজি সামসুর রহমান চঞ্চল ও গৃহীনি তানিয়া রহমানের কন্যা। তাদের এ সাফল্যে জীবননগর প্রেসক্লাব নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা সেফহোমে ঠাঁই হলো জীবননগরে উদ্ধার অজ্ঞাতনামা কিশোরীর
এছাড়া, আরও পড়ুনঃ