জীবননগর ব্যুরো: জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল রোববার সকাল পৌনে ৭টায় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বুলবুলি খাতুন জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত মান্নান আলীর স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মো. নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার সকালে মাদকবিরোধি অভিযান চালায়। এ সময় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মো. ওবাইদুল্লাহ-এর আমবাগানের সামনে পাকা রাস্তার ওপর হতে আসামি বুলবুলি খাতুনকে গ্রেফতার করা হয়। পরে আসামির হেফাজতে থাকা দুই কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদায় আষাঢ়-শ্রাবণের বৃষ্টিতে রোপা আমন রোপণে ব্যস্ত কৃষকরা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.