জীবননগরে করতোয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন 

জীবননগর ব্যুরোঃ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের করতোয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। চুুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬ কোটি টাকা ব্যয়ে গতকাল রোববার সকালে এই খনন কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। এ উপলক্ষে সীমান্ত ইউনিয়নের করতোয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর বলেন, করতোয়া নদী নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। আষাঢ় মাসেও এই নদীতে পানি থাকে না। ফলে এলাকার কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। হারিয়ে গেছে দেশি প্রজাতির সুস্বাদু মাছ। খনন কাজ শেষ হলে নদীর পানি সেচসহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। দেশী প্রজাতির মাছ চাষ করে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব পাবে। ফিরে আসবে জীববৈচিত্র।
চুয়াডাঙ্গার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৬৪ জেলার ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের করতোয়া নদী পুনঃখনন কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় করতোয়া নদীর সাড়ে ৭ কিলোমিটার এলাকায় খনন করা হবে। এতে নাব্যতা সংকট দূর করতে নদীর গভীরতা আরো ১১ ফুট বাড়ানো হবে। এ কাজ শেষ করতে সময় লাগবে চলতি বছরের ২৮ ডিসেম্বর।
খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, কুষ্টিয়া সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এএসআই) উপ-পরিচালক জামিল সিদ্দিক, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, জেলা পরিষদের সদস্য মোশাবুল হক লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মদ প্রদীপ প্রমুখ।
এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More