জীবননগরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

 

জীবননগর ব্যুরো:মুজিববর্ষের অঙ্গিকার, ’পুরিশ হবে জনতার’ ’বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় জীবননগর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে উথলী ডিগ্রী কলেজ মিলনায়তনে উথলী ইউনিয়ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল। উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ১১টি বিট পুলিশিং কার্যালয় থাকবে। উদ্বোধন শেষে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে যেসব পুলিশ সদস্য মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়। দরকার জনগনের
আন্তরিকতা ও সহযোগিতা। যে কোন অপরাধের তথ্যা নির্ভয়ে পুলিশকে জানান। আপনাদের জন্য জীবননগর থানার ফোন দিন রাত খোলা থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, উথলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোবারক সোহেল আহম্মদ, সাংবাদিক আবজালুর রহমান ধীরু, আবু জাফর, সরফরাজ উদ্দীন, আবুল কালাম কলম, মঈনুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে জীবননগর থানার কর্মকর্তা কর্মচারীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা, এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More