জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, দেওয়া হলো গার্ড অব অনার”

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমানকে (৭৮) শনিবার ৬ আগষ্ট বেলা ১১ টায় স্হানীয় কবরস্হানে দাফন করা হয়েছে। দাফন পূর্বে এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অর অনার’ মর্যাদায় বিদায় অভিবাদন জানানো হয়। জীবননগর থানা পুলিশের একটি চৌকস দল এ গার্ড অব অনার প্রদানে অংশ নেন। অভিবাদন গ্রহণ করেন উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা,জীবননগর থানা অফিসার ইনচার্জ মো: মামুন হোসেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকলেই তার জন্য মাগফেরাত ও জান্নাতের উচ্চ মাকাম জানাতুল ফেরদাউস এবং শোকসন্তপ্ত পরিবারের শোক ও ধৈর্য ধারণে আল্লাহর দরবারে রহমত কামনা করেন। গতকাল শুক্রবার রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে সন্ধ্যা ৬:৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের এ জানাজায় জীবননগরের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মো: গোলাম মোর্তুজা,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,কৃষি অফিসের কর্মকর্তারা সহ সাংবাদিক,স্হানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনসহ অনেকেই শরিক হন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More