জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কীটনাশক উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার সকালে সীমান্তের পৃথক এলাকা থেকে এসব ওষুধ ও কীটনাশক উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির টহলদল শনিবার সকাল ৭টার দিকে সুবেদার মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে মাধবখালী গ্রামের একটি আমবাগানের মধ্যে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামিবিহীন অবস্থায় ১৯ হাজার ৫০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এছাড়াও নতুনপাড়া বিওপির টহলদল নায়েক রুহুল আমিনের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নতুনপাড়া গ্রামের কদর আলীর আমবাগানের মধ্যে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই বাগান থেকে আসামিবিহীন অবস্থায় ৬১৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.