জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন নারী, ৩ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। সোমবার দুপুরে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটক ২ জন পুরুষ হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার লক্ষ্যারচর গ্রামের ভাগ্যধর দাসের ছেলে রবিন দাস (২৬) এবং একই থানার বিবিরখেল জেলেপাড়া গ্রামের জয় দাসের ছেলে শুভ কান্তি দাস (৪৪)। গতকাল সোমবার রাত ৮টার দিকে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির সুবেদার শরাফত আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার দুপুর দেড়টার দিকে সীমান্তর ৬১/১৪-এস পিলার হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আছের আলীর মেহগনি বাগানের ভেতর অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে ভারতে গমনকালে ৭ জন বাংলাদেশী নাগরকিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.