জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের

স্টাফ রিপোর্টার:ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জনাব হাসানুজ্জামান সজিব বলেছেন, “জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের জনগণ আর পুরনো ধাঁচে পরিচালিত রাষ্ট্র দেখতে চায় না।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দেশের শাসনভার ধরে রাখলেও তারা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণ এখন নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন। মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত জুলাই বিপ্লব ছিল জনগণের জাগরণের ফল।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী
,জেলা সেক্রেটারি তুষার ইমরান সরকার,ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম,ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মীর শফিউল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইব্রাহিম হোসেন,বক্তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে সংঘটিত খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও লুটপাটের বিচার করতে হবে। এসব অপরাধে সহযোগী ১৪ দলেরও বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ভারতের দোসর, জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত সম্পন্ন না হলে বর্তমান সরকারকেও ইতিহাসে মীরজাফরের কাতারে স্থান নিতে হবে।”

এসময় তারা ৫ দফা পেশ করেন: জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ,লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ,গণহত্যার বিচার দৃশ্যমান করা,বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার,বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি করেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত চুয়াডাঙ্গা সহ সারাদেশে ব্যাপি এ কর্মসূচি পালিত হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More