কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচ- কালবৈশাখী ঝড়ে এলোমেলো হয়ে গেছে জনজীবন। কয়েক মিনিট স্থায়ী এ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি খাতে। গেল রাতে ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ঘরবাড়ি ও বিদ্যুৎ লাইন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। আম, জাম, লিচু, কলাক্ষেত, পানের বরজসহ ফলজ ও বনজ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। অনেক বাগানেই ঝড়ে ফল পড়ে নষ্ট হয়ে গেছে, গাছের ডাল ভেঙে গেছে, কোথাও কোথাও গাছ সম্পূর্ণ উপড়ে গেছে। স্থানীয় একাধিক কৃষক জানান, তারা এ বছর আম ও লিচুতে ভালো ফলনের আশা করেছিলেন। কিন্তু ঝড়ের তা-বে সেই আশা এখন ভেঙে গেছে। তাদের দাবি, শুধু কৃষি খাতেই এই ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি বলেন, ‘কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ফলজ ও সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের টিম ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছে এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’ এদিকে, হঠাৎ এই দুর্যোগে আতঙ্কে রয়েছেন কৃষকরা। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে তারা আবারও চাষাবাদের প্রস্তুতি নিতে পারেন
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.