ঝিনাইদহে জন্মের সময় মায়ের মৃত্যু ২৫ দিন পর বাবার আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: জন্মের সময় মায়ের মৃত্যু আর জন্মের ২৫ দিন পর মারা গেলেন বাবা। মাত্র ২৫ দিন বয়সে বাবা-মাকে হারিয়ে এতিম হলো হতভাগা শিশু মাসুম। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গত শুক্রবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শিশুটির বাবা সোহেল আহমেদ। এর ২৫ দিন আগে সিজারিয়ান অপারেশনের সময় মারা যান তার মা মাছুরা বেগম। স্ত্রী মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন সোহেল আহমেদ। এদিকে সোহেলের আত্মহত্যার খবর পেয়ে তাদের বাড়িতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য অনোয়ারুল আজিম আনার। এসময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন। নিহত সোহেলের বাবা সাইফুল ইসলাম বলেন, আমার বউমা মারা যাওয়ার পর থেকে ছেলেটি মানুসিকভাবে ভেঙে পড়েছিলো। খাওয়া দাওয়া অনিয়মিত করায় অসুস্থ হয়ে পড়ে। প্রায়ই অস্বাভাবিক আচরণ করতো। সোহেল রাজমিস্ত্রীর কাজ করতো। শুক্রবার সকালে কাজে যাবে বলে পাশের বাড়ির একজন ডাকতে আসে। এসময় তার ঘরে গিয়ে দেখে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মহারাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার এরশাদ আলী বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলাম। অবুঝ শিশুটিকে দেখলে খুব মায়া হয়। কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই। এখন জনপ্রতিনিধি হিসেবে মরদেহ দাফন-কাফনের যাবতীয় ব্যবস্থা করেছি। তিনি আরও জানান, শিশু মাসুম এখনও বাবা-মাকে চিনতে শেখেনি। তার আগেই তারা পৃথিবী ছেড়ে চলে গেলো। মাসুম বড় হয়ে হয়তো অন্য কারোর মধ্যে বাবা-মায়ের ভালোবাসা খুঁজে ফিরবে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আণোয়ারুল আজিম আনার বলেন, এতিম শিশুটিকে দেখে খুব কষ্ট হচ্ছে। আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। অবুঝ শিশুটিকে এখন দাদা-দাদি ও নানি যৌথভাবে মানুষ করবেন। শিশু ও তার পরিবারের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার করবো।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More