দর্শনার স্বঘোষিত ডন মুন্না ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ হাতেনাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়লো দর্শনার ত্রাস, স্বঘোষিত ‘ডন’ মুন্না। যিনি তাঁর ডিসকাভার মোটরসাইকেলে চড়ে দর্শনা থেকে সীমান্ত পর্যন্ত দাপট দেখাতেন এবং এলাকার রাস্তাঘাট কাঁপিয়ে বেড়াতেন।

গত ২৮ অক্টোবর মঙ্গলবার বেলা ৩ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার ‘ক’ সার্কেলের একটি দল এই সফল অভিযানটি পরিচালনা করে। অভিযানে মুন্নার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুন্না, হঠাৎ পাড়ার আবুল কালামের ছেলে, দীর্ঘদিন ধরে দর্শনা রেল ইয়ার্ডকে চোরাচালান ও মাদক ব্যবসার মূল আখড়া হিসেবে ব্যবহার করে আসছিলেন। তাঁর গাড়ির ঝলমলে হেডলাইটে অবৈধ টাকার অহংকার প্রকাশ পেত। এলাকার তরুণ সমাজকে মাদকের পথে ঠেলে দিয়ে নিজের পকেট ভরতেন এবং সমাজে প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্নার এই অবৈধ কর্মকাণ্ডের উপর নজর রেখেছিল। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের পর আইনের কড়া হাতে আজ এই অপরাধীর পতন হলো। দর্শনা-চুয়াডাঙ্গার সাধারণ মানুষ মনে করছেন, অপরাধের রাজত্ব যতই বড় মনে হোক না কেন, শেষমেশ পতন একদিন হবেই—এই ঘটনাই তার প্রমাণ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে এবং মাদক নির্মূলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More