দর্শনা অফিস: ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দর্শনা ওলামা পরিষদ। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে দর্শনা রেলবাজার শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়েছে। সমাবেশে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জুবায়ের বিন আব্দুল খালেক। দোয়া পরিচালনা করেন মাওলানা ওসমান গনি। বক্তব্য দেন দর্শনা পৌর ওলামা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জুনায়েদ আহম্মেদ, ইসলাম বাজার জামে মসজিদের ইমাম মুফতি ওমর ফারুক, ওলামা পরিষদের কোষাধ্যক্ষ মুফতি ইউনুস, সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, মুফতি আরিফুল ইসলাম, মাওলানা আশরাফুল আলম, হাফেজ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদার কুড়ুলগাছিতে কৃষি প্রণোদনার ১৪ বস্তা ড্যাপ সার উদ্ধার
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.