দর্শনায় গম চুরি ও উদ্ধার : গোডাউন মালিক গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা এমআর ট্রেডিং’র সিএ্যান্ডএফ এজেন্টের গোডাউন ও ট্রাক থেকে গম চুরির ঘটনা ঘটেছে। ভারত থেকে আমদানিকৃত গম কত বস্তা চুরি হয়েছে তার সঠিক হিসাব দিতে না পারলেও পুলিশ উদ্ধার করেছে ১৫৮ বস্তা। গোডাউন মালিক রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে মামলা দায়েরের প্রস্তুতি। সিএ্যান্ডএফ এজেন্ট এমআর ট্রেডিং’র স্বত্বাধিকারী রফিকুল ইসলামের পক্ষ থেকে জানা গেছে, গত পরশু মঙ্গলবার রাতে তার দর্শনা মাদারপাড়াস্থ গোডাউন ও গোডাউনের সামনে গমভর্তি ট্রাক থেকে প্রচুর পরিমাণে গম চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম দর্শনা থানা পুলিশে অভিযোগ করলে গম উদ্ধারে পুলিশ নামে মাঠে। থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে এসআই আ. রহমান খান ও আহমেদ আলী বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা পরাণপুরের মোশাররফ হোসেনের ছেলে রাকিবুল ইসলাম ওরফে রাকিবের গোডাউনে। পুলিশ ওই গোডাউন থেকে চুরিকৃত ১৫৮ বস্তা গম উদ্ধার করেছে। এ ঘটনায় গোডাউনের মালিক অভিযুক্ত রাকিবকেও করেছে গ্রেফতার। শেষ খবর পাওয়া পর্যন্ত রফিকুল ইসলাম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More