দর্শনায় থানার ভিতরে ঢুকে বিএনপির বিক্ষোভ আওয়ামী ও তার দোসরদের গ্রেফতারের দাবি

স্টাফ রিপোর্টার: দর্শনা জাতীয়তাবাদী দল যুবদল, ছাত্রদল ও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গতকাল শনিবার রাত ৮টার দিকে পুরাতন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দর্শনা থানা অভিমুখে যাত্রা করেন। এ সময় জাতীয়তাবাদী দলের কর্মীরা বেশ কয়েকজন দর্শনা থানার প্রধান গেট দিয়ে থানা চত্বরে প্রবেশ করে ও সেøাগান দিতে থাকে। সেøাগানে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অতিসত্ত্বর গ্রেফতারের দাবি জানান। এ দিকে দর্শনা পৌর বিএনপির অন্যতম নেতা নাহারুর ইসলাম মাস্টার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দেশের বর্তমান সরকার প্রধান ড. ইউনুস সাহেবের সরকারকে আওয়ামী লীগ ও তার দোসররা যে কোনো সময় বেকায়দায় ফেলার পরিকল্পনা করছে, যার কারণে আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা শহরে মিছিল বের করেছি। এ সময় দর্শনা পৌর বি এন পির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, শরীফ উদ্দিনসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দর্শনার অপর একটি সূত্র জানায়, দর্শনা শ্যামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মানিক হোসেনকে শনিবার বিকেলে একটি পারিবারিক অভিযোগে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। আটকের পর নিজদলীয় কর্মী পরিচয় দিয়ে স্থানীয় বিএনপি নেতারা তাকে ছাড়াতে চেষ্টা করলেও পুলিশ ছাড়তে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষুদ্ধ হয়ে রাত ৮টার দিকে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী পুরাতন বাজার থেকে এসে মিছিল সহকারে দর্শনা থানার ভিতরে প্রবেশ করে বিক্ষোভ করতে থাকে। বিষয়টি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতারা চাপের মধ্যে পড়ে যায় এবং তাদের বক্তব্যও মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে কর্মীরা স্থান ত্যাগ করে। তবে রাতেই দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ তিতুমীর বিএনপির সমন্বয়ক কমিটির প্রধান আহবায়ক হাবিবুর রহমান বুলেট ও সমন্বয়ক নাহারুল ইসলামের জিম্মায় মানিককে ছেড়ে দেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More